শিরোনাম

মা’কে মারধর ঘটনায় দশমিনায় ছেলের বিরুদ্ধে গ্রেফতারি আদেশ


দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি::
শনিবার বিকালে মারধরে মা আহতর ঘটনায় পটুয়াখালীর দশমিনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় গতকাল সোমবার বিজ্ঞ বিচারক পুত্রের বিরুদ্ধে গ্রেফতারি আদেশ দিয়েছেন। 
আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ আদমপুর গ্রামের স্বর্গীয় লক্ষীকান্ত শীলের স্ত্রী বিধবা প্রিয়া রানী তার প্রতিবন্ধী কন্যা আনিতা রানীকে নিয়ে পৃথক ঘরে বসবাস করে আসছে। তার বড় ছেলে রাজেশ^র চন্দ্র শীল ভাইদের সহায়-সম্পত্তি জোড় দখলে রাখতে চায় ও মা প্রিয়া রানীকে প্রায়শঃ গালমন্দ করে। শনিবার রাজেশ^র শীলের স্ত্রী নমিতা রানী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবন্ধী অনিতাকে অকথ্য ভাষায় গালমন্দ করলে মা প্রিয়া রানী প্রতিবাদ করলে রাজেশ^র ক্ষেপে বাঙলা দাও নিয়া ধাওয়া করে। এ সময় রাজেশ^রের পুত্র রমেশ শীল ও মেয়ে নিপা রানীও ঠাকুরমা প্রিয়া রানী ও পিসি প্রতিবন্ধী অনিতা রানীকে ধাওয়ায় অংশগ্রহণ করে। পরে প্রিয়া রানীর বসবাস করা ঘরে ঢুকে বেদম মারধর করে ও নগদ অর্থ, মালামাল লুটপাট করার ঘটনা ঘটায়। মারধরে আহত অনিতা রানীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে গুরুত্বর আহত মা ষাটোর্ধ প্রিয়া রানীকে স্থানীয়রা দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ ঘটনায় দশমিনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বৃদ্ধা মা প্রিয়া রানী বাদী হয়ে পুত্র রাজেশ^র চন্দ্র শীলকে প্রধান আসামী করে মোট ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালতের বিজ্ঞ বিচারক আশিকুর রহমান পুত্র রাশে^রের বিরুদ্ধে গ্রেফতারী আদেশ প্রদানসহ বাকী আসামীদের বিরুদ্ধে সমন আদেশ দিয়েছেন।