দশমিনায় হামলা সংঘর্ষে আহত- ৫
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি, ২০ আগষ্ট, ২০১৮ইং ঃ গতকাল সোমবার সকাল ১০টায় জমিজমা বিরোধের জেরে দু’পক্ষের হামলা সংঘর্ষে দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের মৌবাড়িয়া গ্রামে ৫জন ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে। আহতরা হচ্ছে, মোঃ দুলাল সরদার (৬০), মোতালেব সরদার (১৮), মোহাম্মাদ হোসেন সরদার (২২), ইসা সরদার (৩০), মুছা সরদার (২৮)। আহতদেরকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীরা জানান, উপজেলার আলীপুর ইউনিয়নের মৌবাড়িয়া গ্রামের রেকর্ডীয় মালিক কোমলজান ও ইসাহাক সহ বেশ কয়েকজনের কবলা দলিল মূলে ও ওয়ারিশ সূত্রে দুলাল সরদার গংরা প্রায় ২.২০ একর জমির মালিক হিসেবে দীর্ঘদিন যাবৎ ভোগদখল করে আসছিল। কিন্তু প্রতিপক্ষ বশির সরদার গংরা উক্ত জমির মালিকানা দাবী করে ৮/৯ মাসে পূর্বে দশমিনা থানায় দুলাল সরদার গংদের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে উভয়পক্ষ আপোষ মীমাংসার জন্য স্থানীয় শালিস মানিত করেন। শালিসগনদের শালিসী চলমান থাকা অবস্থায় প্রতিপক্ষ বশির সরদার গংরা পরিকল্পিতভাবে বিরোধীয় জমি চাষাবাদ শুরু করলে দুলাল সরদার গংরা বাধাঁ নিষেধ করলে হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এ ব্যাপারে দশমিনা থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। ####
