গ্রেনেড হামলায় নিহত মামুন মৃধা স্মরণে স্মৃতিস্তম্ভে মাল্যদান, দোয়া-মোনাজাত ও আলোচনা সভা
দশমিনা প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলার পশ্চিম আলীপুর গ্রামে নিহত মামুন মৃধা স্মৃতি সংসদ ও উপজেলা যুবলীগ আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ও সাবেক বস্ত্রপ্রতিমন্ত্রী আ.খ.ম জাহাঙ্গীর হোসাইন এমপি। ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত মামুন মৃধার স্মরনে সকাল ৯টায় মামুন মৃধার বাড়ীতে, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন। মামুনের কবরে পুস্প মাল্য অর্পন, শোক র্যালী ও গ্রেনেড হামলায় নিহত সমাধীতে শ্রদ্ধাঞ্জলী ও নিহতের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন পালোয়ান, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল কালাম, নিহত মামুন মৃধার বাবা মোতালেব মৃধা ও এমপি আ.খ.ম জাহাঙ্গীর হোসাইন। বক্তারা বলেন, যারা ২১ আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউতে জাতির জনক বঙ্গবন্ধু শেখমজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আ’লীগের সভানেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করেছেন তাদের বাংলার মাটি থেকে বিতারিত করতে হবে। গ্রেনেড হামলায় যারা জড়িত সে হত্যা কারিদের শাস্তি না হলে নিহতদের আত্মার শান্তি পাবে না। ২১ আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউতে দশমিনার কৃতি সন্তান শহীদ মামুন মৃধা নিজের প্রান উৎসর্গ করে দিয়েছেন। বাংলাদেশে যতদিন আ’লীগ পরিবার থাকবে ততদিন আমরা তার ত্যাগের কথা ভুলব না।