শিরোনাম

শ্রী কৃষ্ণের জন্মাষ্টামী উপলক্ষে শ্রীগুরু সংঘ গলাচিপা শাখার উদ্যোগে ৯দিন ব্যাপী অনুষ্ঠান


 সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)
শ্রী কৃষ্ণের জন্মাষ্টামী উপলক্ষে শ্রীগুরু সংঘ গলাচিপা শাখার উদ্যোগে ৯দিন ব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল মঙ্গল শোভাযাত্রা ও শ্রী শ্রী গুরুপূজা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব মানবতার কল্যান দেশ ও জাতির মঙ্গলার্থে ৫দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। গলাচিপা শ্রীগুরু সংঘের সভাপতি নির্মল কর্মকার জানান, উপজেলা সর্বজনীন কালীবাড়ী আঙ্গিণায় পতাকা উত্তোলন, মঙ্গল শোভাযাত্রা, গুরুপূজা অর্চনা, শুভ অদিবাস শেষে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়। মহানাম যজ্ঞের সমাপ্তিতে কুঞ্জভঙ্গ, নগরকীর্ত্তন, দ্বিপ্রহরে মহাপ্রভুর ভোগরাগ, ভোগদর্শনান্তে মহাপ্রসাদ বিতরণ চলবে আগামী বুধবার পর্যন্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ পাল, বাবু দীলিপ বনিক, ৪নং ওয়ার্ড কাউন্সিল বাবু সুশিল চন্দ্র বিশ্বাস, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমীত কুমার দত্ত মলয়, অসীম কর্মকার, পরিমল কর্মকার, বিনয় কর্মকার, বিধান কর্মকার, শোভন কুন্ডু জনী, পলাশ বিশ্বাস, হরিপদ, গোবিন্দ লাল কুন্ডু প্রমুখ।