দশমিনায় জমাজমি নিয়ে সংর্ঘষে আহত ৩
পটুয়াখালীর দশমিনা উপজেলায় বুধবার বিকালে জমিজমা
নিয়ে সংঘর্ষে নারী-পুরুষসহ ৩ জন আহত।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার
ডাকঘর সংলগ্নে সড়কে পাশে মোহাম্মদ হোসেন হাওলাদার ও আমেনা বিবি ভাইবোন পৈত্রিক
সম্পত্তি ভোগদখলে গেলে বিরোধীয় পক্ষ ওবায়দুল চৌকিদার গং হামলা করে। ওবায়দুল
চৌকিদার গংয়ের হামলা সংঘর্ষে সৎভাই মোহাম্মদ হোসেন হওলাদার (৩৫), সৎবোন আমেনা বিবি (৪০) ও সৎমা ফাতেমা বেগম (৭০) আহত হয়। গুরুত্বর আহত মোহাম্মদ
হোসেন ও আমেনা বিবিকে স্বজনরা উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ভর্তি করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে বিরোধীয় পক্ষের ওবায়দুল চৌকিদার
ও হাজি জয়নাল আবেদীন হাওলাদার এ প্রতিনিধিকে বলেন, উপজেলার
রামবল্লভে ও দশমিনা সদরে আমাদের দুটি বসত বাড়ী আছে। ওই বাড়িতে সৎ ভাই-বোন দখলে
আছে। উভয় বাড়ী ভাগ উভয়ে পাবে। দশমিনা সদরের বাড়ী দখল করতে এসে আমাদের মারধর করেছে।
